ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দৌলতপুরে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দৌলতপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর-ঘিওর সড়কের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের  সভাপতিত্বে বক্তব্য রাখেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি উপেন্দ্র নাথ মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।