ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে তানোর দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
রাজশাহীতে তানোর দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক তানোর দিবস উদযাপন করা হয়েছে।

রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক তানোর দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দিনটি উপলক্ষে সাম্যবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

ভোর ৬টা ১ মিনিটে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়ায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় বের করা হয় শোক পদযাত্রা। সকাল ১১টায় শহীদদের স্মরণে তানোর গোল্লাপাড়া মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শহীদ এরাদ আলীর ভাই কমরেড এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন- ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ফেরদৌস কামাল মাসুম।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।