ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মৌলভীবাজারে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

মৌলভীবাজার জেলা শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১১ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করেন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়ুব আলী। ক্লাস চলা অবস্থায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেন।

এসময় অধ্যক্ষ আয়ুব আলীকে প্রতিষ্ঠান থেকে চিরতরে বহিষ্কারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।