ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার বিলাইছড়িতে নৌপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সোমবার বিলাইছড়িতে নৌপথ অবরোধ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হেটম্যান উজ্জ্বল তঞ্চাঙ্গ্যার ছোট ভাই আওয়ামী লীগ নেতা দয়াল তঞ্চাঙ্গ্যাকে অপহরণের ঘটনায় সোমবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হেটম্যান উজ্জ্বল তঞ্চাঙ্গ্যার ছোট ভাই আওয়ামী লীগ নেতা দয়াল তঞ্চাঙ্গ্যাকে অপহরণের ঘটনায় সোমবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে দয়াল তঞ্চাঙ্গ্যাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।