ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে (ভিডিওসহ)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে (ভিডিওসহ) ছবি: মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে কর্তব্যরত...

ঢাকা: রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে নিয়ন্ত্রণে আনেন বলে কর্তব্যরত র‌্যাব-পুলিশ সদস্যরা জানিয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এখনই বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কীভাবে। তবে শর্টসার্কিট বা চুলা থেকে আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত করে দেখা হবে।


***মহাখালীর সাত তলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।