ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে গজারিয়া নদী‌তে নৌকা ডুবে জেলে নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
মেহেন্দিগঞ্জে গজারিয়া নদী‌তে নৌকা ডুবে জেলে নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদী‌তে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ‌জে‌লে নৌকা ডুবে মো. বাবুল ঘরামী (১৬) নামে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন রু‌বেল নামে এক জে‌লে।

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদী‌তে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ‌জে‌লে নৌকা ডুবে মো. বাবুল ঘরামী (১৬) নামে একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন রু‌বেল নামে এক জে‌লে।

সোমবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গজারিয়া নদীর নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. বাবুল ঘরামী উপজেলার চরলতা এলাকার শাহে আলম ঘরামীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাতারহাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ইয়াদ-৩’র ধাক্কায় একটি জেলে নৌকা ভেঙে ডুবে যায়।
এসময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে বাবুল নিখোঁজ হয় এবং
অপর জেলে রুবেল খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

সকা‌লে খবর পে‌য়ে নিখোঁজ জেলের সন্ধানে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।