ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
খাগড়াছড়িতে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি: মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সৈনিকলীগ খাগড়াছড়ি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সত্যজিৎ চৌধুরী, সদস্য, অ্যাডভোকেট সুপেল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলোৎপল চাকমা।

বক্তারা অবিলম্বে, দেশের সকল সকল মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।