ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৮৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৮৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ ছবি: লক্ষ্মীপুর ম্যাপ

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


 
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া) ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

এসময় সংরক্ষিত সদস্য পদে ১৫ নারী ও ৬৬ জন সাধারণ প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

জেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

২৮ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩জন চেয়ারম্যান প্রার্থীসহ জেলায় মোট ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।