ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় নারীর স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পাথরঘাটায় নারীর স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনার পাথরঘাটায় নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সর্বজনীন অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সর্বজনীন অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় নারীপক্ষের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংগঠন সংকল্প ট্রাস্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট জাবির হোসেন, সংকল্প ট্রাস্টের পরিচালক আবদুর রহিম, উপজেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভাপতি নারীনেত্রী মুনিরা ইয়াসমিন খুশি ও প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান হিরু প্রমুখ।

সভায় নারীর স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে পরামর্শ ও আলোচনা করা হয়। এছাড়া নারীর স্বাস্থ্য, নারীর প্রজনন স্বাস্থ্য এবং বয়সন্ধিকালে স্কুলভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।