ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় স্কুলছাত্রী হত্যা, আটক ৪

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
খুলনায় স্কুলছাত্রী হত্যা, আটক ৪

খুলনায় রূপসা উপজেলার স্বল্প বাহিরজিয়া গ্রামের সীমা খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীকে ‍কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা: খুলনায় রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের সীমা খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীকে ‍কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার হত্যার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সোমবার চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম জানানো হয়নি। নিহত সীমা কাজদিয়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহত ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে সীমা বাড়িতে একা থাকার খবর জানতে পেরে বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। তার‍া সীমাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে। সীমার বড় ভাই আকাশ রাতে বাড়িতে ফিরে তাকে রক্তাত্ত অবস্থায় দেখতে পান। পরে মুমূর্ষ‍ু অবস্থায় সীমাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সীমা হত্যার ঘটনায় রূপসা থানায় একটি মামলা করা হয়েছে।

সীমার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমআরএম/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।