ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

গোপালগঞ্জ: আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, কিছুদিন আগে জঙ্গিরা যে সমস্যা সৃষ্টি করেছিল তা কঠোর হাতে দমন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি এসময় আরো বলেন, নিখোঁজ হওয়া মানেই জঙ্গিতে যোগ দেওয়া নয়। তাই কেউ নিখোঁজ হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকে পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে আত্মগোপনে থেকে আবার ফিরে আসে। তারপরও পুলিশকে কারো নিখোঁজ হওয়ার ব্যাপারে জানালে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এমন অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি।

দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারের জনগণের সঙ্গে মিশে গেছে। তাদের কথা-বার্তা ও আচার-আচরণ কক্সবাজারের জনগণের মতো হওয়ায় রোহিঙ্গাদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।

এসময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, আবু কালাম সিদ্দিক, বিনয় কৃষ্ণ বালা, গোপালগঞ্জের পুলিশ সুপারসহ ১৩ জেলার পুলিশ সুপার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু,  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মণ্ডল, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি কে এম শহীদুল হক গোপালগঞ্জ শহরে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেন।

পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সুরা ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।