ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির নিচে চাপা পড়ে মো. সোহেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।  

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির নিচে চাপা পড়ে মো. সোহেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

সোহেল চাঁদপুর জেলার মতলব উপজেলার মহামায়া গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টের কর্মচারি ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঢাকামুখী একটি পিকআপ ভ্যানকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে ওই পিকআপের চালকসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করার জন্য সোহেলসহ স্থানীয় কয়েকজন এগিয়ে যান। আহতদের উদ্ধার শেষে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সোহেল গুরুতর আহত হন। পরে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।