ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় খাদ্য গুদামে চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পঞ্চগড় খাদ্য গুদামে চাল সংগ্রহ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড় খাদ্য গুদামে চলতি মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড় খাদ্য গুদামে চলতি মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত সম্রাট চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সাদেক সারোয়ারসহ জেলার বিভিন্ন এলাকার চালকল মালিকরা।

চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৩৩ টাকা কেজি দরে ৩ হাজার ৯৬৮ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।