ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আইইউবি’তে ইতিহাসবিদ রিচার্ড ইটন’র সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আইইউবি’তে ইতিহাসবিদ রিচার্ড ইটন’র সেমিনার ছবি: ইতিহাসবিদ রিচার্ড ইটন

ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি)’র ক্যাম্পাসে ‘রিকন্সিডারিং কনভারসন টু ইসলাম ইন সাউথ এশিয়ান হিস্টোরি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি)’র ক্যাম্পাসে ‘রিকন্সিডারিং কনভারসন টু ইসলাম ইন সাউথ এশিয়ান হিস্টোরি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- ইতিহাসবিদ ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ইটন।

সেমিনারে ইটন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামের এই বিস্তারকে ‘কনভারসন’ না বলে বরং ‘ক্রিয়েটিভ অ্যাডাপটেশন’ বলা উচিত।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং আইইউবি’র স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডিন ড. মাহবুব আলম।

আইইউবি’র শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।