ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ধামরাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের মডেল টাউন মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মনোয়ার হোসেন (৩৮) ধামরাই থানার দক্ষিণ নওহাটা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ও মো. হৃদয় (২৪) শরিয়াতপুর জেলার জায়ারি থানার নাওডোবা গ্রামের দুদু মিয়া বেপারির ছেলে।
 
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় মডেল টাউন মহল্লায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।