ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কুমিল্লা: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলামসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন কর্মকতৃাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াল এডমিরাল আবু তাহের পেয়েছেন (চশমা) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন পেয়েছেন (আনারস) প্রতীক।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।