ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
নাটোরে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

নাটোরের দিঘাপতিয়া শিশু সদনের এতিম ৫০ জন শিশু ও রেলস্টেশনে অবস্থানরত ৫০ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নাটোর: নাটোরের দিঘাপতিয়া শিশু সদনের এতিম ৫০ জন শিশু ও রেলস্টেশনে অবস্থানরত ৫০ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক শাহিনা খাতুন এ এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক একে আজাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ ও এনডিসি শামীম ভূঁইয়া।

এনডিসি শামীম ভূঁইয়া বাংলানিউজকে জানান, ত্রাণ বিভাগের অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পুরো শীত মৌসুম জুড়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।