ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ৯ হাজার লিটার বাংলা পেট্রোল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
শাহজাদপুরে ৯ হাজার লিটার বাংলা পেট্রোল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৯ হাজার বাংলা পেট্রোলসহ ট্যাঙ্কলরি চালককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৯ হাজার বাংলা পেট্রোলসহ ট্যাঙ্কলরি চালককে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয়রা জানায়, বিকেলে চট্টগ্রাম থেকে ৯ হাজার লিটার বাংলা পেট্রোলসহ একটি ট্যাংকলরি বাঘাবাড়ীতে আনা হয় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে বাংলা পেট্রোলসহ লরি চালককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লরি ও তেলের মালিকের খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।