ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
মণিরামপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুরে হরিহর নদীর বালি উত্তোলন কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ট্রাকচালক বাবলু (৩৫) মারা গেছেন। 

যশোর: যশোরের মণিরামপুরে হরিহর নদীর বালি উত্তোলন কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ট্রাকচালক বাবলু (৩৫) মারা গেছেন।  

সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবলু উপজেলার বিজয়রামপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, দুপুরে বিজয়রামপুর গ্রামে হরিহর নদীর বালি উত্তোলনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাবলু (৩৫), মিনারুল (২৮), জাকির (৩২) ও হায়দার (৩৫) নামে চারজন আহত হন। আহত বাবলু ও জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে বাবলুর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।