ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের খাবারে জ্যান্ত পোকা! (ভিডিও)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
বিমানের খাবারে জ্যান্ত পোকা! (ভিডিও) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 049

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীদের দেওয়া খাবারে জ্যান্ত পোকা পাওয়া গেছে।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীদের দেওয়া খাবারে জ্যান্ত পোকা পাওয়া গেছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ঢাকা থেকে দাম্মাম যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 049 ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

মোহাম্মদ আব্দুল মজিদ সুজন নামে ওই ফ্লাইটের এক যাত্রী তার ফেসবুক পেজে ‘বিমানের খাবারে জীবিত পোকা’ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।  

মোহাম্মদ আব্দুল মজিদ সুজন লিখেছেন, ‘বিমানের খাওয়ারের মাঝে তাজা পোকা মাকড় বিমানের পরিচালকের কিছু করার নেই খাওয়ার সাফ্লাইদেন বিমান মন্ত্রীর নিজের লোকে বিমানে প্রথমে নিরব পরে যাত্রীদের হোই হোল্লা। বিমান বাংলাদেশ এয়ারলাইন BG 049 Dhaka To Dammam এরপথে তারিখ ০৮/১২/২০১৬ প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার বলার কিছু নেই আপনাদের উপরে ছেড়ে দিলাম। ’

এ ধরনের একটি পোস্ট দেওয়ার পর অনেকেই এর নিচে কমেন্ট করেছেন। মন্তব্যকারীদের মধ্যে আব্দুল হাসান নামে একজন লিখেছেন, ‘ছি ছি ছি বিমান কতৃপক্ষকে ঘৃনা জানাই এর শাস্তি দাবি করি’।

গাজিউর রহমান নামে একজন লিখেছেন, ‘ভাই এই জন্যই আমি আর বাংলাদেশ বিমানে টিকিট কিনা বন্ধ করে দিছি’।

‘ছি ছি ছি’ বলে ধিক্কার জানিয়ে ফরিদউদ্দিন লিখেছেন, ‘বিদেশের বয়সে কখনো বাংলাদেশ বিমানে উঠনি এজন্যই জানতাম যে এরকম হয় তবে আশা ছিল উঠবো তবে আর না’।

‘চোর কোনোদিন ভালো হয়েছে শুনেছেন? তাই চোরের সাথে সম্পর্ক না রাখাই ভাল’। এ মন্তব্য করেছেন তপন রহমান নামে এক ব্যক্তি।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।