ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ঝুট গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
টঙ্গীতে ঝুট গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

গাজীপুরের টঙ্গী ব্যাংক মাঠ এলাকায় ঝুট গুদামে আগুন লেগে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া।

গাজীপুর: গাজীপুরের টঙ্গী ব্যাংক মাঠ এলাকায় ঝুট গুদামে আগুন লেগে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া।

তিনি বলেন, আগুনে কয়েকটি ঝুট গুদাম ছাড়াও দুটি মুদি দোকান এবং একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ৩টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এর আগে সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

মো. সেলিম মিয়া আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি রিকশা গ্যারেজে আগুন ধরে যায়। পরে পাশের কয়েকটি ঝুট গুদাম এবং দুটি মুদি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।