ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ময়লাবাহী গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
সাভারে ময়লাবাহী গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় উম্মে কুলসুম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সাভার (ঢাকা): সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় উম্মে কুলসুম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথমিকভাবে জানা যায় নিহত ওই বৃদ্ধার বাড়ি আমিনবাজার সালেহপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।