ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোটি কন্ঠে মিলাদ উপলক্ষে অভিনন্দন মিছিল (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
কোটি কন্ঠে মিলাদ উপলক্ষে অভিনন্দন মিছিল (ভিডিও) ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা ইন্টারনেটের মাধ্যমে অংশ নিচ্ছেন কোটি কন্ঠের মিলাদ অনুষ্ঠানে। যা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত।

ঢাকা: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা ইন্টারনেটের মাধ্যমে অংশ নিচ্ছেন কোটি কন্ঠের মিলাদ অনুষ্ঠানে। যা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত।



মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাইয়াদুল আইয়াদ শরীফ আন্তর্জাতিক উদযাপন কমিটি আয়োজিত, কোটি কন্ঠের মিলাদ শরীফ পাঠের অংশ হিসেবে অভিনন্দন মিছিল আয়োজন করা হয়।

অভিনন্দন মিছিলে মাহবুবুল আলম বলেন, আজ আমাদের আনন্দের দিন, আমরা আজ কোটি মুসলিম এক কাতারে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবো এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।

মাওলানা আখতার হুসাইন বলেন, এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন আমলের সঙ্গে যোগ হচ্ছে নতুন এই আমল।

এছাড়া অন্যান্য বক্তারা বলেন, অভিনন্দন মিছিল শেষে সবাই অংশ নেবেন কোটি কন্ঠের মিলাদ শরীফ পাঠে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসটি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।