ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
না.গঞ্জে বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ রাজিব হাসান (২৯) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ রাজিব হাসান (২৯) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।

গ্রেফতার রাজিব হাসান সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত জামান মিয়ার ছেলে।

এসআই মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে ধারাবাহিক অভিযানে সোমবার গভীর রাতে খানপুর বরফকল মাঠের পাশে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে টহল দেওয়ার সময় সন্দেহ হলে রাজিব হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
রাজীব হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।