ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে এসিড উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
হিলিতে এসিড উদ্ধার

হিলির মুহাড়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় ৪০ লিটার হাইড্রোথাইগ্লোলিড এসিড  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

হিলি (দিনাজপুর): হিলির মুহাড়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় ৪০ লিটার হাইড্রোথাইগ্লোলিড এসিড  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোরে এই এসিড উদ্ধার করা হয়।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. চান মিয়া জানান, ভোরে এক লোক মুহাড়াপাড়া সীমান্তের বিজিবির চার নম্বর পোস্টের সামনে দিয়ে ভারত থেকে এসিড পাচার করে আনছিলেন। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের কনটেইনার ফেলে পালিয়ে যান। পরে ওই কনটেইনার উদ্ধার করে তাতে ৪০ লিটার হাইড্রোথাইগ্লোলিড এসিড  পাওয়া যায়। যার দাম প্রায় তিন লাখ ২০ হাজার টাকা।  

উদ্ধার করা এসিড হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।