ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
ধুনটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা কৃষকলীগের কুদরত-ই-খুদা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবাহান, আসিফ ইকবাল সনি, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহাসিন আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনিন নাহার, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহরুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।