ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে গণপিটুনিতে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
মণিরামপুরে গণপিটুনিতে শ্রমিক নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রবিউল ইসলাম (৩৫) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন।

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রবিউল ইসলাম (৩৫) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মাহমুদকাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।


 
নিহত রবিউল ইসলাম উপজেলার বালিদা-পাঁচাকড়ি গ্রামের লেয়াকত সরদারের ছেলে। তিনি খুলনার ফুলতলা এলাকার সুপার জুটমিলের শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, সোমবার রাতে খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাটি মধ্যপাড়ার একটি দোকানের দরজার শাটার কেটে চুরির চেষ্টা করছিলেন রবিউল। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে রবিউলকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সকালে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে থানায় সোপর্দ করতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
ইউজি /এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।