ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পাঁচটি ইটভাটায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
বরিশালে পাঁচটি ইটভাটায় জরিমানা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নজরুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ও মো. রেজাউল করিম এ জরিমানা করেন।

বিজ্ঞপ্তিতে বলে হয়, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত এবং জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইটপোড়ানোর দায়ে মেসার্স পদ্মা ব্রিকসের প্রোপাইটর দুলাল তালুকদারকে ৮০ হাজার টাকা, মেসার্স বলাকা ব্রিকসের প্রোপাইটর সৈয়দ কবির হোসেনকে এক লাখ ৫০ হাজার টাকা, মেসার্স নিউ মডার্ন ব্রিকসের প্রোপাইটর মো. অলিউর রহমানকে ৮০ হাজার টাকা, মেসার্স ওয়ান স্টার ব্রিকসের প্রোপাইটর মো. লতীফ মীরকে ৮০ হাজার টাকা, মেসার্স নিপা স্টার ব্রিকসের প্রোপাইটর জয়দোর আলী খানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।