ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে আটক মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
ধুনটে আটক মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

বগুড়ার ধুনট উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নুর আলম মোড়ল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নুর আলম মোড়ল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

নুর আলম সিরাজগঞ্জ সদরের বাগবাটি গ্রামের হরমুজ আলীর ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ধুনট-ধানঘরা সড়কের কুড়িগাতি তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।