ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় কোটি টাকার জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
ভোলায় কোটি টাকার জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ও কালিশরী বাজার থেকে সাড়ে ৩ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করেছে।

ভোলা: ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ও কালিশরী বাজার থেকে সাড়ে ৩ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড এ অভিযান শেষে জব্দকৃত জাল দুপুরে ভোলা সদরের পাঙ্গাশিয়া ঘাটে পুড়িয়ে ফেলা হয়।

এসময় মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষা অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার কোস্টগার্ড এ অভিযান চালায়। জব্দকৃত এসব জালের মূল্য এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।