ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
ধুনটে যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিনমাথা মোড়ে যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিনমাথা মোড়ে যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, কাউন্সিলর আলী আজগর মান্নান, সোলায়মান আলী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম ছোবাহান, রেজাউল করিম তালুকদার, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।