ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
মাগুরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরায় সুজাতা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধূ একইসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মা ও তিন নবজাতক সুস্থ আছেন।

মাগুরা: মাগুরায় সুজাতা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধূ একইসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মা ও তিন নবজাতক সুস্থ আছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।
 
সুজাতা মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের সুজন বিশ্বাসের স্ত্রী।

মাগুরা শহরের ভিআইপি ক্লিনিকের মালিক শামিম আহম্মেদ জানান, আল্ট্রাসনোগ্রাম রির্পোটের ভিত্তিতে চার মাস আগে ওই গৃহবধূর গর্ভে তিন সন্তানের বিষয়টি তিনি নিশ্চিত হন। প্রসবের সম্ভ‍াব্য দিন অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ম্যাটারনিটি হাসপাতালের গাইনি চিকিৎসক শহিদুর রহমান ওই গ‍ৃহবধূর অপারেশন করেন। তিনটি শিশুরই ওজন স্বাভাবিক রয়েছে।

ইতোমধ্যে মা-বাবা তিন সন্তানের নাম রেখেছেন সৈকত, সায়ন্তিকা ও শোভন।    

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।