ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিজয় মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
লক্ষ্মীপুরে বিজয় মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান প্রমুখ।

মেলায় রকমারি পণ্যের অর্ধশতাধিক স্টল বসে।   আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার শেষ হবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।