ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
লালপুরে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে অস্ত্রসহ আসলাম আলী (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

নাটোর: নাটোরের লালপুরে অস্ত্রসহ আসলাম আলী (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মঞ্জিলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আসলাম আলী উপজেলার মোমিরপুর গ্রামের নওশের আলীর ছেলে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আসলাম আলী একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তিনি ভারত ও পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি নিয়ে এসে এদেশে বিক্রি করেন।

মঙ্গলবার বিকেলে লালপুর এলাকায় তিনি অস্ত্র বিক্রির উদ্দেশে অবস্থান করছেন বলে ৠাবের কাছে খবর আসে।    

পরে সন্ধ্যায় মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে আসলামকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পাকিস্তানের তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।