ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 'আলোর মিছিল' 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
কেরানীগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 'আলোর মিছিল'  ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিলে'র আয়োজন করা হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিলে'র আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহর রাত ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে মোমবাতি জ্বালিয়ে একটি 'আলোর মিছিল' বের হয়।

মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।  

মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিলে' অংশ নেয় কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির কয়েক শতাধিক সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোমবাতি প্রজ্বলন ও 'আলোর মিছিল' শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন- তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।