ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 

দিনটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় একটি র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে সেখানে পুষ্পাঞ্জলী অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পার্পণ করেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।