ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বদরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদী থেকে মেরাজ মিয়া (০৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদী থেকে মেরাজ মিয়া (০৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের চান্দামারি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মেরাজ ওই উপজেলার বৈরামপুর মণ্ডলপাড়ার মেজবাহুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মেরাজ ও রাশেদুল নামে দুই শিশু বিকেলে যমুনেশ্বরী নদীর চান্দামারি ঘাট এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে মেরাজ নদীতে তলিয়ে যায়। পরে রাশেদুল ছুটে এসে বিষয়টি স্বজনদের জানায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে খুঁজে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, স্বজনদের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।