ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
দৌলতপুরে ট্রাকচাপায় নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকের চাপায় বাদল হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকের চাপায় বাদল হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদ বাজারের পশ্চিম পাশের সুপার সনো ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাদল উপজেলার দৌলতখালী গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বাংলানিউজকে জানান, সকালে সুপার সনো ক্লিনিকের সামনে ইটভাটার জ্বালানি কাঠভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী বাদলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।