ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মুন্সীগঞ্জে অস্ত্রসহ আটক ২

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাসেল খান মিলন (৩২) ও শামীম (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহজালাল ও তার সহযোগীদের ধরতে পুলিশ রাতে সদরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায় অভিযান চালায়। এসময় শাহজালাল বাহিনী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে শাহজালালসহ কয়েকজন পালিয়ে গেলেও তার বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।