ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ রুহুল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ রুহুল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

রুহুল আমিন ওই এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বক্তারপুর উত্তরপাড়া এলাকায় রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

আরএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।