ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
রাজশাহীতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১) সদস্যরা।

রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১) সদস্যরা।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে চর মাজারদিয়ার পশ্চিমপাড়া এলাকা দিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট পাচার করে আনা হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকার চর মাজারদিয়ার সীমান্ত ফাঁড়ির একটি দল অভিযান চালায়।

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পাঁচ হাজার সাতশ’ পাতা ভারতীয় ওনাগ্রা-১০০ ট্যাবলেট উদ্ধার করা হয়।

ট্যাবলেটগুলো পরে ধ্বংস করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।