ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পূর্বধলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁওয়ে গরীব অসহায় ১৩০ জন নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁওয়ে গরীব অসহায় ১৩০ জন নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ নম্বর ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরুল আমিন খান এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ মিয়া, ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. জহিরুল ইসলাম, মো. শফিকুল আলম, রেখা আক্তার, সুফিয়া বেগম, সুরাইয়া সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।