ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা ছবি: আরিফ জাহান

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম বগরার সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জেএম রউফের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বগুড়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম বগরার সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জেএম রউফের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


 
সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মহসিন রাজু, এসএম আইয়ুব, আমজাদ হোসেন মিন্টু, আরিফ রেহমান, শফিউল আযম কমল, সবুর শাহ লোটাস, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মুক্তিযোদ্ধা সরওয়ার খান, সবুর আল মামুন, আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান বিমু, তানসেন আলম, সাজেদুর রহমান সিজু, মাহফুজ মন্ডল, সানাউল হক শুভ, সামছুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, জাতির উজ্জ্বল নক্ষত্র হত্যার মাধ্যমে হানাদাররা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল লড়াকু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও যেন বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু, দুর্বল ও দিক-নির্দেশনাহীন হয়ে পড়ে।
 
বক্তারা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে সোচ্চার ও ঐকবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের মতো শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার সম্পন্ন করারও দাবি জানান।

এর আগে দিবসের সূচনালগ্নে রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়াবাসী।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।