ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘জয় বাংলার জয়ে’ মুখর শহীদ মিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
‘জয় বাংলার জয়ে’ মুখর শহীদ মিনার ছবি: জিএম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভয় নেই, কোনো ভয়, জয় বাংলার জয়’ এমনই নানা গান ও নাচে মুখর ছিল শহীদ মিনার এলাকা। বুধবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয়...

ঢাকা: ‘ভয় নেই, কোনো ভয়, জয় বাংলার জয়’ এমনই নানা গান ও নাচে মুখর ছিল শহীদ মিনার এলাকা।

বুধবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব পালন করে।

শুধু গান, নাচই নয় ছিল কবিতা আবৃত্তি। আবৃত্তির ঝংকার যেন নাড়া দিয়ে যায় মানুষের মনে।

সংগঠনটির সদস্য সচিব হানিফ খান লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বড় ভূমিকা ছিল সাংস্কৃতিক কর্মীদের। তারা গানের মাধ্যমে মানুষকে নিজেদের অধিকারের বিষয়ে সচেতন করেছেন। কখনও কখনও গানই ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সংকেত। আর এখনকার বাচ্চাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দনিয়াসহ বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
ইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।