ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ‘দ্যা নেক্সট আসিটি ডেসটিনেশন’ শীর্ষক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
কেরানীগঞ্জে ‘দ্যা নেক্সট আসিটি ডেসটিনেশন’ শীর্ষক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে ‘দ্যা নেক্সট আসিটি ডেসটিনেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ‘দ্যা নেক্সট আসিটি ডেসটিনেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ কমিউনিটি ই-সেন্টার ও প্রিজম এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন, আইসিটি ডিভিশনের সহকারী প্রোগ্রামার শারমীন আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার, এলিজা বেগম, রফিকুল ইসলাম লাবু, রিয়াজ আহমেদ প্রমুখ।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জ উপজেলা আগামীতে দেশের আইসিটি ডেসটিনেশনে পরিণত হতে যাচ্ছে। কেরানীগঞ্জে হচ্ছে হাইটেক পার্ক ও ইকোনোমিক জোন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।