ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১০২ পিছ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
রাজধানীতে ১০২ পিছ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর কারওয়ান বাজার বস্তি থেকে ইয়াবাসহ এক নিশি ( ১৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার বস্তি থেকে ইয়াবাসহ এক নিশি ( ১৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) কলিন্দ্রনাথ গোলদারের নেতৃত্বে একটি বিশেষ টিম কারওয়ান বাজারের রেললাইন বস্তি এলাকা থেকে নারী মাদক ব্যবসায়ী নিশিকে হাতেনাতে মাদকদ্রব্যসহ আটক করে। তার স্বামী মো.নাঈম ইসলামও একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

আটক নিশির কাছ থেকে ১০২ পিছ ইয়াবা ও ১৫শ’ টাকা পাওয়া গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।