ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে সাইবার ক্রাইম প্রতিরোধে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
পিরোজপুরে সাইবার ক্রাইম প্রতিরোধে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুরে মোবাইল প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ক্রাইমের মাধ্যমে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে গণপ্রচারণা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর: পিরোজপুরে মোবাইল প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ক্রাইমের মাধ্যমে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে গণপ্রচারণা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে পিরোজপুর প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয।

সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সহ-সভাপতি খালিদ আবু, জাগো নারীর পরিচালক ডিইক ইবনে আমিন, জাগো নারীর প্রকল্প কর্মকর্তা গোপাল বিশ্বাস ও মো. শিমুল প্রমুখ।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ব্যবহারে সর্তক থাকার পরামর্শ দেন।

এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের সামাজিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে প্রযুক্তি ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।