ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
না’গঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা: নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।

ঢামেক ফরেসিক বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি বাংলানিউজকে জানান।

আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি কর্মকর্তা রুহুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত তিন জঙ্গির মরদেহগুলো জুরাইন গোরস্থানে দাফন করা হবে।

এর আগে শনিবার (২৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

এজেডএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।