ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্মারকলিপি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্মারকলিপি  খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্মারকলিপি পেশ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে এলাকাবাসী।  

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে এলাকাবাসী।  

বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি একতা যুব সংঘ, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের নেতারা সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে এ স্মারকলিপি পেশ করেন।

 

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের জরিপে দেশের উপকূলীয় অঞ্চলের সর্বাধিক দুর্যোগ ঝূঁকিপূর্ণ জনপদ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন।  

সম্প্রতি পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি ও খুঁটিকাটা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বাঁধ সংলগ্ন ২০ হাজার মানুষ প্রতিনিয়ত চরম ঝুঁকিতে বসবাস করছে। কামালকাটি বেড়িবাঁধ যেকোনো সময় ভেঙে নদীগর্ভে বিলীন হতে পারে।  

স্মারকলিপিতে পদ্মপুকুরবাসীর জীবন ও জনপদ বাঁচাতে অতিদ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন- একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক দেবব্রত মণ্ডল, গোপাল মণ্ডল,  তরুণ কুমার, প্রতিত মণ্ডল, শশাংক মণ্ডল, জাকির হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক আল-ইমরান, বারসিক কর্মকর্তা মফিজুর রহমান ও রামকৃষ্ণ জোয়ারদার।

এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বাধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।