ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় গাঁজাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
চান্দিনায় গাঁজাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ আজিজ বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ আজিজ বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আজিজ বরিশাল জেলার উজিরপুর উপজেলার আবিবাইশকাঠি গ্রামের আকতার বেপারীর ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুমিল্লা থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় রশির বান্ডেলের ভেতর থেকে ছয় কেজি গাঁজাসহ আজিজকে আটক করা হয়।

এ ঘটনায় আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।